Our Letter to You - Bangla version

 


হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, 

কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে,  

হরে রাম, হরে রাম, 

রাম রাম, হরে হরে


মাননীয় ভক্তবৃন্দ, নমস্কার


শ্রীকৃষ্ণের জ্যোতির্ময় কৃপায় ও শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গের অশেষ আশীর্বাদে আমরা, বিলেতের নব প্রজন্মের বাঙালী হিন্দু যুব সম্প্রদায়ের সদস্য সদস্যাবৃন্দ, অত্যন্ত  আনন্দের সঙ্গে আপনাদের কৃপা দৃষ্টি আকর্ষণ করে জানাচ্ছি যে, আগামী ২৯শে জুলাই থেকে ৩১শে জুলাই ২০২২ পর্যন্ত একটানা আড়াই দিন অর্থাৎ অষ্ট প্রহর যাবৎ বিলেতে এই প্রথমবারের মতো সকল ভক্তবৃন্দের একত্রে মিলন উৎসবের মাধ্যমে উপস্থিত ভক্তবৃন্দের আধ্যাত্মিক মনোরঞ্জনের নিমিত্তে *অষ্টপ্রহর  সংকীর্তন* আয়োজন করার অভিপ্রয়াসে ব্রতী হয়েছি।  


আমরা অর্থাৎ এই প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসের (PMO) সদস্য সদস্যা বৃন্দ শৈশব কাল থেকে সনাতন  ধর্মের কিছু , কিছু শাস্ত্রীয় আচার আচরণ ও ধর্মীয় অনুষ্ঠানাদি সম্পর্কে আমাদের গুরুজনদের কাছ থেকে  উৎসাহ উদ্দীপনা, অভিজ্ঞতা ও সাহস অর্জন করতে সমর্থ হয়েছি। 


গত কয়েক দশক ধরে তাঁদের ধারাবাহিক ধর্মীয় উৎসব আয়োজন, অসামান্য কর্ম ক্ষমতা , সুদক্ষ পরিচালনা এবং নিখুঁত টিম্ওয়ার্ক পর্যবেক্ষণ করে করে আমরা অনেকটা সাহস ও অভিজ্ঞতা অর্জন করেছি বলেই এই উৎসব আয়োজনে উদ্যোগী হয়েছি। 


আপনাদের আশীর্বাদে ও শুভেচ্ছায়, আমরা পরিকল্পনা করছি যাতে আপনি,আপনার পরিবার ও বন্ধু বান্ধব সমেত হাজারেরও অধিক সংখ্যক  ভক্ত বৃন্দের একত্রিত সমাবেশে এক ভাব গম্ভীর পরিবেশে শ্রীকৃষ্ণের লীলা ও সংকীর্তনের এই অভূতপূর্ব মহোৎসবকে প্রবাসে থেকেও উপভোগ করতে পারেন আর শ্রীকৃষ্ণের গৌরব ঊজ্জ্বল মহিমা প্রচারে অংশীদার হতে পারেন।


এই অনুষ্ঠানটি কোন ধরনের রাজনৈতিক, ধর্মীয় ও অন্য কোন চ্যারিটির সংস্থার বেনারে হচ্ছেনা। এটি বিলেতে সর্বপ্রথম নব প্রজন্মের যুবক যুবতীদের সমন্বয়ে সদ্য গঠিত একটি নিরপেক্ষ,স্বাধীন, সম্প্রীতি পরায়ন, অসাম্প্রদায়িক, মানবতাবাদী এবং মুনাফা বহির্ভূত চ্যারিটি সংস্থা। এই সংস্থা সাড়া বিলেতের যুবক যুবতীদের প্রতিনিধিত্ব করবে। সদা উন্মুক্ত থাকবে সবার জন্যে আর সকল সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ দলমত নির্বিশেষে সকল উৎসবে অংশ গ্রহণ করতে পারবেন।


                       অনুষ্ঠান সূচী

অনুষ্ঠানের নাম—সংকীর্তনফেষ্ট আয়োজিত

                      *অষ্টপ্রহর সংকীর্তন*

উপসর্গ—লীলা এবং শ্রী শ্রী হরিনাম সংকীর্তন

                      তারিখ ও বিষয় সূচী

২৯শে জুলাই শুক্রবার—উদ্বোধন পর্ব ও অধিবাস 

৩০শে জুলাই শনিবার —বিরামহীন সংকীর্তন 

৩১শে জুলাই রোববার—সমাপ্তি পর্ব ও দধি ভাণ্ড 

স্হান—মেফেয়ার ভেন্যু, ১০৭৮~১০৮২ হাই রোড,

                             রমফোর্ড 

                        আরএম৬ ৪বিডি


আমরা আশা করছি বিলেতের এবং উপমহাদেশ থেকে আগত প্রখ্যাত কীর্তনীয়া দলের পরিবেশিত মনমাতানো পালা কীর্তন ও শ্রী শ্রী হরিনাম সংকীর্তনে আপনারা স্বপরিবার স্ববান্ধবে যোগদান করে প্রবাসে  এই প্রথমবারের মতো আয়োজিত এই *অষ্টপ্রহর সংকীর্তন -কে সাফল্যমণ্ডিত করবেন এবং এদেশের নব প্রজন্মকে উৎসাহিত করবেন, যে ভাবে স্বয়ং শ্রী শ্রী মহাপ্রভু শত শত বৎসর পূর্বে করেছিলেন।


আপনারা নিশ্চয়ই ধারনা করতে পারছেন যে এ ধরনের বৃহত্তর অনুষ্ঠান আয়োজনে প্রচুর দক্ষ কর্ম কুশলী, অভিজ্ঞ ব্যক্তি, কর্মঠো জনবল আর বড় অংকের অর্থের প্রয়োজন। গত কয়েক দশকের বিশিষ্ট অভিজ্ঞ কিছু গুরুজনের অভিজ্ঞতা আর আধুনিক প্রযুক্তিবিদ্যায় প্রশিক্ষণ প্রাপ্ত নব প্রজন্মের কিছু যুবক যুবতীদেরকে নিয়ে আমরা একটি কর্মী দল গঠন করেছি। এই উৎসবের সফলতার শীর্ষ ভূমিকায় রয়েছেন আপনারা তথা সনাতনী পরিবারের সকল সদস্য সদস্যারা।


এখন সবচেয়ে বেশী প্রয়োজন আপনাদের স্বহৃদয় সহযোগিতা, সহানুভূতি, সাহায্য, অনুপ্রেরণা ও আশীর্বাদ। আমরা অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা যেন উদার মানসিকতা নিয়ে আমাদের এই মহতি প্রচেষ্টাকে ফলপ্রসু করতে সাহায্যের হাত বর্ধিত করেন।


আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ

১) প্রথমতঃ সবচেয়ে জরুরী এই উৎসবে আপনাদের উপস্থিতি। সে জন্যে দয়া করে উৎসবের তারিখগুলো আপনাদের ডায়েরিতে লিখে রাখুন।


২) দ্বিতীয়তঃ- এই উৎসব আয়োজনের একটা খসড়া বাজেট তৈরী করা হয়েছে যার মোট পরিমাণ হলো £৪১,০০০ (অনুগ্রহ করে এরই সঙ্গে সংযোজিত আনুমানিক বাজেট বিশ্লেষণের পূর্বাভাস সংক্রান্ত খসড়াটি দেখুন)। আর এই গন্তব্যে পৌঁছানো একমাত্র  আপনাদের সাহায্য ও সহযোগিতায়ই সম্ভব। তাই, উৎসবকে সাফল্যমণ্ডিত করতে আপনাদের মুক্ত হস্তে  আর্থিক অনুদানের এবং স্পন্সরশিপের একান্তই প্রয়োজন, এর কোন বিকল্প নেই। ইতিমধ্যেই আমাদের ব্যাংক একাউন্ট খোলা হয়েছে। আপনারা যদি এখনই অনুদান করতে চান, তাহলে এখানে টিপ্ দিন।

Donate Now  


  আপনাদের  অনুদানের জন্যে ধন্যবাদ

আপনাদের অনুদানের প্রতিটি পেনীর জন্যে যথেষ্ট ধন্যবাদ জানানোর ভাষা আমাদের জানা নেই কিন্তু এই উৎসবে আপনাদের স্বপরিবারে উপস্থিতিকে নিঃসন্দেহে অগ্রিম সাধুবাদ জ্ঞাপন করছি এবং অনুদানের স্বীকৃতি হিসাবে আমাদের পক্ষ থেকে নিম্নরূপ যৎকিঞ্চিৎ সৌজন্য জ্ঞাপনের পরিকল্পনা করেছি (যদি আপনাদের কোন আপত্তি না থাকে)। 


————————————————

      *অনুদানের পরিমাণ* 

————————————————

কোন পরিমাণযে

(ক) অনুদানের তালিকায় ও

ওয়েব সাইডে নাম থাকবে। 

£৩০০—£৫৯৯

(ক) + (খ) আপনার/ও আপনার

পরিবার সমেত ছবি স্লাইডে।  

£৬০০—£৭৪৯

(ক)+ (খ) + (গ) ছোট ছবি স্লাইডে

ও ওয়েব সাইডে। 

£৭৫০—£৯৯৯

(ক)+(খ)+(ঘ) বড় ছবি স্লাইডে 

ও ওয়েব সাইডে। 

£১০০০ +      

(ক)+(খ)+(ঘ)+(ঙ) উৎসবের 

শেষ পর্বে নাম ঘোষনা। 


বিস্তারিত জানতে যোগাযোগ করুন:

Donate Now

অন্যথায়, দয়া করে কর্মী পরিষদ অফিসের (PMO) যে কোনো  সদস্য/সদস্যার সঙ্গে যোগাযোগ করুণ। 

  


এছাড়াও যাঁরা যাঁরা  উপমহাদেশ থেকে আমন্ত্রিত  সংকীর্তনের অন্তত:পক্ষে একটি দলের জন্যে, অথবা প্রসাদের জন্যে (যে কোন একটির) স্পন্সর্ করবেন, তাঁদের জন্যে অবশ্যই বিশেষ উল্লেখের ব্যবস্থা থাকবে। 

সবশেষে আমরা শ্রীকৃষ্ণের কাছে আপনার ও আপনার পরিবারের সুখ,শান্তি ও নিরাপদ জীবন কামনা করছি। *জয় গুরু*

ইতি

আপনাদের বিশ্বস্থ

অমিত, হিমানিশ, রাজ, সম্রাট, শিল্পী, শ্যামল ও সুপ্রিয়া। 

Email: sankirtanfest@gmail.com 

Website: www.sankirtanfest.org 

Mob (WhatsApp): 

Raj: 07723 348164 

Amit: 07538 721992 

সংযোজন: ফ্লায়ার,খসড়া বাজেট